নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের নবনির্বাচিত এমপি রেজাউল করিম তানসেন নন্দীগ্রামে অফিসারদের সাথে মতবিনিময় করেছে। ১৩ ই ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও অভিজিৎ রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী আবুল কাশেম, কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন ও উপজেলা সমাজ সেবা অফিসার শাহজাহান আলী আকন্দ প্রমুখ। ওই অনুষ্ঠানে এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেকজান্ডার জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আলেকজান্ডার জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে চলছে। উপজেলা যুবদলের সভাপতি মো.আলেকজান্ডার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার টার্গেট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে নেমে ব্যাপকভাবে বিভিন্ন স্থানে ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছে। তিনি বলেছেন, জনগণ আমার বই মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে এমন সাড়া দিয়েছে। আমি নির্বাচিত হলে নন্দীগ্রাম উপজেলার উন্নয়নে ও জনগণের পাশে থেকে কাজ করবো এটাই আমার মুল লক্ষ্য। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন বলেছে, ১৯ দল থেকে ভাইস চেয়ারম্যান পদে মো.আলেকজান্ডারকে সমর্থন দিয়েছে। আশা করি জনগণ তাদের কল্যাণের জন্য তাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এ লক্ষ্য নিয়েই ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আলেকজান্ডার রাতদিন গণসংযোগ ও ভোট প্রার্থণা করছে। নির্বাচনী মাঠে তিনি ও তার দলের নেতাকর্মীসহ সমর্থকরা ভোট প্রার্থণায় ব্যাস্ত সময় অতিক্রম করছে। সেই সাথে ব্যাপক ভাবে তার নির্বাচনী তৎপরতা ও প্রচারণা চলছে।
নন্দীগ্রামের সাবেক মেয়র জুয়েলের দাদার মৃত্যুতে শোক প্রকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান জুয়েলের দাদা করমতুলাহ সরকারের মৃত্যুতে এমপি রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সহ-সভাপতি আ.বারিক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক এ আজম, দপ্তর সম্পাদক শফিউল আলম বিপুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনিরুজ্জামান ও সাহিত্য সম্পাদক একাব্বর হোসেন পুটু গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছে।