কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থী খান শামীম রহমান ওছির নির্বাচনী জনসভায় এমপি’র উপস্থিতিতে গুলি বর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ভোটারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী খান শামীম রহমান ওছির নির্বাচনী জনসভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য মোঃ কবিরুল হক মুক্তি সার্বিক উন্নয়নের কথা উলেখ করে বক্তব্য রাখছিলেন। জনসভায় উপস্থিত অপর চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক কায়েসের সমর্থক বাগুডাঙ্গা গ্রামের জামাল মোল্যা (৪২) এমপির বক্তব্যের প্রতিবাদ জানালে খান শামীম রহমান ওছির সমর্থকরা তাকে ধরে মারপিট করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আত্মরক্ষার্থে এমপি মুক্তির ব্যক্তিগত নিরাপত্তাকারী (দেহরক্ষী) দু’রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এক রাউন্ড গুলি বর্ষণের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।