মো. ফারুক হোসেন, ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অফিসিয়াল পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ১১ ফেব্র“য়ারী মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ ওই স্বীকৃতি দেয়।
ফেসবুকে জনপ্রিয় পেজ গুলোকে ভেরিফাইড করে কর্তৃপক্ষ। সাধারণত সেলিব্রেটি, সাংবাদিক, রাজনৈতিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজের সত্যতা অনুসন্ধান করে বিশেষ সম্মাননা হিসেবে এ স্বীকৃতি দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের পেজকে স্বীকৃতি দিল ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়ার পর এখন আওয়ামী লীগের (www.facebook.com/awamileague.1949) পেজের ডানপাশে রাইট মার্ক চিহ্ন দেখা যাবে।
ফেসবুকে আওয়ামী লীগ এ পেজের মাধ্যমে সরকার ও দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে। পাশাপাশি এ পেজে বিএনপি-জামায়াতের বিভিন্ন অপতৎপতার তথ্য-প্রমাণ তুলে ধরা হয়।
এ ছাড়া সম্প্রতি কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকমও (www.facebook.com/bikroy) আনুষ্ঠানিক ফেসবুকের স্বীকৃতি পেয়েছে। এর আগে ব্যক্তিদের মধ্যে ৪ জন বাংলাদেশীর পেইজ ভেরিফাইড করেছে ফেসবুক। এরা হচ্ছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, তাহসান, পড়শী ও হাসান মাসুদ।