তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর অলিউর রহমান বলেছেন- বায়ান্ন সনে যারা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে আত্মহুতি দিয়েছে প্রথমেই তাঁদের আত্মার শান্তি কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একুশ এলেই আমরা তাদের স্মরণ করি, এর পর আর করি না। পৃথিবীর আর কোন জাতিকে তাঁর মাতৃ ভাষার জন্য আত্মহুতি দিতে হয়নি। তাঁদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারলেই তাঁদের প্রতি সন্মান প্রদর্শন করা হবে। বাংলা অক্ষর ও বর্ণ গুলোকে লপ্ত করতে পারলেই শুদ্ধ ভাষায় কথা বলা সম্ভব। তিনি আরও বলেন, মাতৃভাষায় যতটা সহজ করে প্রকাশ করা সম্ভব অন্য ভাষায় ততটা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে শুদ্ধভাষা চর্চা করতে হবে। অমর একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ১১ ফেব্র“য়ারি মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগর উদ্যান জামতলায় তিননদী পরিষদ কর্তৃক আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে তিননদী পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি শাহাজাদা এমরান, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির প্রমুখ। অনুষ্ঠানে তিননদী পরিষদের পটভূমি পাঠ করেন- শরীফুল ইসলাম এবং সঞ্চালনা করেন- সংস্কৃতিকর্মী রেজবাউল হক রানা। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, কুমিল্লার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার, দৈনিক আমাদের কুমিল্লা’র ফটো সাংবাদিক এন.কে রিপন সহ শত শত দর্শক-শ্রোতা।
অনুষ্ঠানে মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি শাহাজাদা এমরান বলেন- একুশের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে চায় তিননদী পরিষদ। তাই আমার দৃঢ় বিশ্বাস, তিননদী পরিষদ একদিন আর্ন্তজাতিক কিংবা রাষ্ট্রীয় ভাবে একুশে পদক পাবে।