কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা শরীফ নূরুল হক আর নেই। তিনি সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাঐসোনা গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)। মৃত্যুকালে তিনি ২স্ত্রী, ৩ছেলে, ৬মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন এর উপস্থিতিতে নড়াগাতী থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে স্থানীয় হাইস্কুল মাঠে তার জানাজা শেষে বাঐসোনা সার্বজনীন গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নজরুল ইসলাম ও কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীসহ সহ¯্রাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।