ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএফএ শিল্ড কাপের ফাইনালে শেখ জামাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ৩:৫৭ অপরাহ্ণ

sheikh Jamalশ্যামলবাংলা স্পোর্টস : গ্যালারির স্ট্যান্ডে পাশাপাশি দুটি পতাকা। একটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। অন্যটি বাংলাদেশের। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের গ্যালারিতে লাল-সবুজ পতাকা মাথায় বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক দর্শককেও। নিশ্চয়ই কোনো বাংলাদেশি। আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে কী চমৎকারভাবেই কলকাতায় বাংলাদেশের পতাকা ওড়াল শেখ জামাল ধানমন্ডি! সেই পতাকা উড়ল অবশ্য ৩ বিদেশির সৌজন্যে। গোল করেছেন এমেকা ডার্লিংটন, সনি নর্দে ও ওয়েডসন অ্যানসেলমি। ১৫ ফেব্রুয়ারি ফাইনালে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন জামালের প্রতিপক্ষ কলকাতা মোহামেডান।

Shamol Bangla Ads

আগের ম্যাচে উপমহাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে হারানোর পর কাল সেমিফাইনালে শেখ জামালের শিকার শিল্ডে ৩০ বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। যাদের বিপক্ষে এটি বাংলাদেশের কোন ক্লাবের প্রথম জয়। যে জয়ে মাত্র দ্বিতীয়বারের মতো শিল্ডের ১শ ১৮ বছরের ইতিহাসে ফাইনালে বাংলাদেশের কোন ক্লাব। এর আগে ১৯৯৫ সালে ফাইনালে উঠে এই ইস্ট বেঙ্গলের কাছেই হেরেছিল ঢাকা মোহামেডান।
ম্যাচের শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিছিয়ে প্রথম গোল ২৩ মিনিটে। হাইতিয়ান ওয়েডসনের ক্রস থেকে এমেকার মাথা ছুঁয়ে বল জালে। ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি কলকাতা মাতানো হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দের। এমেকার পাস পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে অসাধারণ এই গোল। ৬৭ মিনিটে তিনজনকে কাটিয়ে ওয়েডসনের তীব্র গতির শট ইস্ট বেঙ্গলের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে। স্কোরলাইন ৩-০।
৩-০ স্কোরলাইনই শেখ জামালের দাপট বোঝাতে যথেষ্ট হওয়ার কথা। তবে ঘটনা হলো, ব্যবধানটা আরও বড়ও হতে পারত। সনি নর্দে, মামুনুল গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ইস্ট বেঙ্গলকে রীতিমতো লজ্জাতেই ডুবতে হতো।
শেখ জামালের পাসিং ফুটবল এই ম্যাচের আগেই কলকাতার সংবাদমাধ্যমে ‘বাংলাদেশি টিকি-টাকা’ হিসেবে অভিহিত হয়েছে। কালও মাঝমাঠে একের পর এক পাসের পসরা সাজিয়েছেন মামুনুলরা। ইস্ট বেঙ্গলকে অসহায়ই লেগেছে এর সামনে। সেই অসহায়ত্ব থেকেই হয়তো অর্ণব মণ্ডলের অমন জঘন্য ফাউল। খেলার শেষ মিনিটে স্লাইডিং ট্যাকলে লিঙ্কনের পায়ে মেরে লাল কার্ড পেয়েছেন অর্ণব। এর আগে সোহেলের গলা চেপে ধরে হলুদ কার্ড দেখেছেন ইস্ট বেঙ্গলের অধিনায়ক রবার্ট।
১৫ ফেব্রুয়ারি শিল্ডের ফাইনালে শেখ জামাল মুখোমুখি হবে প্রতিপক্ষ কলকাতা মোহামেডানের।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!