শহিদুল ইসলাম হিরা, শেরপুর : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সমিতির ২নং ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ওই প্যানেল ঘোষণা করা হয়। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট শাহীদ উলাহ শাহী ও এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমূখ।
পরে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিদায়ী সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারকে একক প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না , অডিটর পদে এডভোকেট আমিনুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার পদে মোঃ ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুরুদ্দিন আহম্মেদ, নির্বাহী সদস্য পদে এডভোকেট শাহীদ উলাহ শাহী, এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, এডভোকেট রওশন কবীর আলমগীর ও এডভোকেট শফিকুল ইসলামকে প্রার্থী করা হয়।
উলেখ্য, ২৭ ফেব্রুয়ারী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনও বিএনপি সমর্থিত প্যানেল চূড়ান্ত করা হয়নি।