অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী হারতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার না দিয়ে ছাত্রীর মাথায় প্লেট ভাঙলেন প্রধান শিক্ষক। ছাত্রীর অভিভাবকদের অকথ্য ভাষায় গালমন্দ করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়সূত্রে জানাগেছে, হারতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ও ৬ ফেব্রæয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী অপর্ণা বিশ্বাস ক্রীড়ার একটি ইভেন্টে বিজয়ী হলে উজিরপুরের শিক্ষা অফিসার মো. অলি আহমেদ তাকে তাৎক্ষণিক একশ’ টাকা পুরস্কার দেন। অপর্ণা একশ’ টাকা পুরস্কার পাওয়ায় প্রধান শিক্ষক ওই ছাত্রী বিজয়ী হওয়া সত্বেও তাকে কোন পুরস্কার দেননি। এবিষয় নিয়ে ছাত্রীর মা অঞ্জু রানী বিশ্বাস প্রধান শিক্ষকের কাছে পুরস্কার না দেয়ার বিষয়টি জানতে চাইলে বাকবিতান্ডার একপর্যায় প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম অপর্ণার মাথায় একটি প্লেট দিয়ে আঘাত করে। এতে অপর্ণা আহত হলে ছাত্রীর মা অঞ্জুরানী এর প্রতিবাদ করলে তার সাথে অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালমন্দ করে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন বড়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন জানাব। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।