শ্যামলবাংলা ডেস্ক : একুশের বইমেলায় এবার মোবাইল পেমেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে মোবাইলভিত্তিক অর্থলেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের বইমেলায় ৭৭ টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বই বিকাশের মাধ্যমে কেনার সুযোগ রয়েছে। বইমেলায় বিকাশের লেনদেন সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির জানিয়েছেন, বইপ্রেমীদের জন্য মোবাইল পেমেন্ট সেবা হাতের নাগালে নিয়ে এসেছে বিকাশ।
তিনি আরও জানান, বইমেলায় ক্রেতাদের একটা চমত্কার অভিজ্ঞতা হবে এবার। নগদ টাকা সঙ্গে না থাকলেও চিন্তার প্রয়োজন পড়বে না।