কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশের ন্যায় রবিবার গাজীপুরের কালীগঞ্জে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সুন্দর পরিবেশে শান্তিপূর্র্ণভাবেই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৩টি কেন্দ্রের ৫টি ভেন্যূতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা জানান, কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৯৭ জন এবং দাখিল পরীক্ষায় ৫শ ৮৪ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে প্রথম দিনে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার বলেন, কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে এবং সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।