মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে রুনা বেগম নামে সাড়ে ৩ বছরের এক শিশুকে সোমবার ভোর রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা সামান্য আহত হয়ে পুলিশী প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে এ হত্যাকান্ডের সাথে পিতা শরীফ আলী জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ শিশুটির পাষন্ড পিতা শরীফ আলী ও মাতা নেকজান বিবি-কে আটক দেখিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের উপর দায়ী করতে পাষন্ড পিতা নিজ হাতে শিশু কন্যাকে হত্যা করেছে বলে পুলিশ মনে করছে।
স্থানীয়রা ও আহত শরীফ আলী জানান, কাঁচা বসত ঘরের বেড়া ও দরজা ভেঙ্গে প্রতিপক্ষ ইউপি সদস্য আসিক মিয়ার পুত্র ছালিক মিয়া গভীর রাত আড়াইটায় হামলা চালায়। এ সময় তার পাশে ঘুমিয়ে থাকা সাড়ে ৩ বছরের শিশু কন্যা রুনাকে ডেগার দিয়ে গলায় আঘাত করে। মেয়ের চিৎকারে তিনি জেগে উঠলে তাকেও তার মাথার পিছনে দুটি আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই শিশু কন্যা মারা যায়। আহত শিশুর পিতা শরীফ আলীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত শরীফ আলী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পরিকল্পিত ও রহস্যজনক। সোমবার সকাল পৌনে ১০টায় কমলগঞ্জ থানার এসআই আনজির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শিশুটির লাশ ও রক্তমাখা ধারালো দা, কলস ও কাপড়চোপড় উদ্ধার করে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শিশুর মা নেকজান বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ নীহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার ক্লু উদ্ধারে সমর্থ হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাবে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শিশুটির পিতা-মাতাকে এ ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।