পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া দাখিল মাদ্রাসার ৫০ শিক্ষার্থীর দাখিল পরীক্ষা-২০১৪ হতে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিঃ ফির টাকা মাদ্রাসা কর্তৃপক্ষ নিলেও তা মাদ্রাসা বোর্ডে সঠিক সময়ে জমা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। এদিকে পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা শনিবার মাদ্রাসার সুপার কক্ষে তালা লাগিয়ে দিয়েছে। এ ঘটনার জানা জানির পর মাদ্রাসার সুপার আবু তালেব গা ঢাকা দিয়েছে। এবিষয়ে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন কাছে বিষয়টি জানায় এবং সুষ্ঠু ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানান। নির্বাহী অফিসার তাদেরকে আশ্বস্থ করে বলেন, অনতি বিলম্বে তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত রির্পোটের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা জানায়, তাদের কাছ থেকে রেজিঃ ফি বাবদ ৪’শ টাকা এবং ফরমফিলাপ বাবদ ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে।