ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরি সীমান্ত এলাকা থেকে আবারও এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৯ ফেব্রুয়ারী রবিবার ভোরে মো. মংলু মিয়া (৩৫) নামে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি জানায়, রবিবার ভোর ৪ টার দিকে হরিপুর উপজেলার ডাবরি গ্রামের মহির উদ্দিনের ছেলে মো. মংলু সীমান্তের ৩৬৮/২এস পিলারের কাছে গেলে ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবি-৩০ ঠাকুরগাঁও ব্যাটেলিয়নের অপস অফিসার মেজর আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ব্যাক্তিকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র প্রেরন করা হয়েছে।
এদিকে, বালিয়াডাঙ্গীর জগদল সীমান্ত থেকে রতনদ্বীপ গ্রামের সলিম উদ্দিনের ছেলে আব্দুল কাদের কে সীমান্তের ৩৭৪/১এস পিলার এলাকা থেকে ৮ ফেব্রুয়ারী শনিবার রাত দেড়টার দিকে ভারতের কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে অনুষ্ঠিত পতাকা বৈঠকে জানায় বিএসএফ।