চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা শহর সংলগ্ন বেলগাছি গ্রামে ছাদ থেকে পড়ে শাহানাজ পারভীন (৩৫) নামের এক গর্ভবর্তী মায়ের মৃত্যু হয়েছে। তিনি বেলগাছি গ্রামের হাতেম আলীর স্ত্রী। ৯ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৬টার দিকে ওই ঘটনা ঘটে।
পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সউদ কবির মালিক জন জানান, বেলগাছি গ্রামের গর্ভবতী শাহানাজ পারভীন নিজ বাড়ীর ছাদে শুকনো কাপড় তোলার জন্য যান। কাপড় নিয়ে ফেরার সময় অসাবধানতাবশতঃ একতলার ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত শাহানাজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।