নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় কৃষকদের মাঝে ভূট্টা চাষের আগ্রহ বাড়ছে। প্রতি বছরই ওই ফসল চাষাবাদের জমির পরিমান বৃদ্ধি পেতেই আছে। কৃষকেরা জানায় যে সকল জমিতে পানি জমা রাখা যায়না বা বোরো চাষ সম্ভব নয় এমন জমি সহ পতিত থাকা জমিতে ভট্টা চাষে তেমন কোন সমস্যা হয় না। বোরোর চেয়ে সেচ কম লাগে। তবে ইউরিয়া সার একটু বেশী ব্যবহার করতে হয়। উপজেলার উত্তর ও পূর্ব এলাকায় কৃষকদের মাঝে ওই ফসল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলার বামনগড় গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানালেন তিনি এবারে ৭ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছে। তার ভাষায় ভূট্টা চাষে লাভবান হওয়া যায় এবং বিক্রি করতেও তেমন সমস্যা হয়না। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায় গত মৌসুমে উপজেলা এলাকায় ভূট্টা চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪ হাজার হেক্টর জমি। সেখানে অর্জিত হয়েছিল ৪ হাজার ৬’শ হেক্টর জমি। সেই মোতাবেক চলতি মৌসুমে ভূট্টা চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪ হাজার ৭’শ হেক্টর জমি। কিন্তু এ পর্যন্ত অর্জিত হয়েছে ৭ হাজার ৫০ হেক্টর জমি। মার্চ পর্যন্ত ভূট্টা চাষের সময় রয়েছে। সেইক্ষেত্রে ভূট্টা চাষের অর্জিত জমির পরিমান আরও বাড়তে পারে।