স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলে আয়োজিত সরস্বতী পূজায় পৌরহিত্য করেন স্কুলের সহকারী শিক্ষক শ্রী উত্তম কুমার তেওয়ারী। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গনে উৎসবের আমেজ তৈরী হয়। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
