চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষা শীর্ষক আলোচনা ও বার্ষিক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় শিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক ভোকেশনার সমিতি (বাভোশিস) চারঘাট উপজেলা শাখার আয়োজনে কারিগরি শিক্ষা শীর্ষক আলোচনা সভা চারঘাট বাভোশিস এর সভাপতি মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা। প্রধান আলোচক হিসাবে ছিলেন বাভোশিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শিকদার আঃ হালিম। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাভোশিস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজ হাসান, বাভোশিস রাজশাহী জেলা শাখার সভাপতি মারকুম হাসান, চারঘাট শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান নয়ন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও শিবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, বাভোশিস বাঘা শাখার সভাপতি রেজাউল করিম, অত্র কলেজ প্রধান আশরাফুল ইসলাম, শলুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মফিজ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভূক্ত করার জন্য বাভোশিস শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
