শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। ২০ জানুয়ারী সোমবার দুপুর ২টায় ওই সমাবেশ শুরু হয়। বিকেলে ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ১৮ দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের পর আজই প্রথম সমাবেশে বক্তব্য দেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সমাবেশে সরকারের ‘একতরফা’ নির্বাচনের পর বিএনপির চিন্তা-ভাবনা ও করণীয় সম্পর্কে বক্তব্য তুলে ধরার কথা রয়েছে তার।
এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে দুপুরের আগ থেকেই বিএনপি নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে। দুপুরে সমাবেশ শুরুর পর এতে ১৮ দলের কয়েকজন নেতাকে দেখা গেলেও জামায়াতে ইসলামী বা ১৮ দলীয় জোটভুক্ত অন্য কোন ইসলামী দলের নেতাদের এখন পর্যন্ত সমাবেশস্থলে দেখা যায়নি।
উল্লেখ্য বুধবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে সোমবার দেশজুড়ে কর্মসূচি পালনের পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেও গণসমাবেশ করার কথা ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।