মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বিষপানে তসলিমা বেগম (১৯) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। তসলিমা জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আজফর আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টায় জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আজফর আলীর মেয়ে তসলিমা বেগম পারিবারিক কলহের জের ধরে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে জুড়ী থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে আনা হয়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেকেèর কর্তব্যরত ডাঃ জানান হাসপাতালে পৌঁছার আগেই মনোয়ারার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরন করে ।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, আইনগতভাবে লাশ ময়নাতদন্ত করার পর জুড়ী থানায় পাঠানো হবে। যেহেতু মারা যাওয়া যুবতী জুড়ী উপজেলার বাসিন্দা। সেক্ষেত্রে জুড়ী থানার অধীনে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
