সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দশম জাতীয় সংসদ নির্বাচনোত্তর পরবর্তী সময়ে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর আক্রমন প্রতিরোধে সচেতনতা মুলক এক আলোচনা সভা বুধবার বিকেলে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, উপজেলা হিন্দু, খ্রিষ্টান, বৈদ্য পরিষদ এর সভাপতি শ্রী মনম্মথ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু সহ সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ এর সকল বিভাগের কর্মকর্তাগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। সভায় উজেলার কোথাও যেন সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর কোন ধরনের আক্রমন না ঘটে সে জন্য সকল চেয়ারম্যান সহ প্রত্যেকে সজাগ থাকার আহব্বান জানানো হয়।