তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিলার দাউদকান্দিতে কাভারভ্যান উল্টে চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার ভোর রাত ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির দৌলতপুরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভারভ্যান উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক মারা যায় এবং হেলপার আহত হয়। লাশ ও দুঘর্টনা কবলিত গাড়ি হাইওয়ে পুলিশ হেফাজতে। নিহত চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।