আমতলী (বরগুনা) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে (বরগুনা-আমতলী-তালতলী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নৌকা প্রতীক নিয়ে ৮৫ হাজার ৩শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৪শ ২৬ ভোট। দু’টি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪শ ৫৬ জন। মোট ভোট কেন্দ্র ১শ ৭৬ টি। এ আসনে ৪২ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, কেন্দ্র দখল করে ব্যাপক কারচুপি, নজিরবিহীন জাল ভোট প্রদান ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন। তিনি রবিবার বিকেলে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কথা জানিয়েছেন। রাতে অপর একটি সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন জানান, ভোট কারচুপির অভিযোগে মঙ্গলবার বরগুনায় আধা বেলা হরতাল পালন করা হবে। দেলোয়ার হোসেনের সংবাদ সম্মেলন চলাকালে শহরের রাসেল স্কয়ারে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়টি ভাংচুর করেছে বিজয়ী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র সমর্থকরা।
