ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়ায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় বিএনপি কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ওয়াসিম মান্নান উৎপল,স্বেচ্ছা সেবক দলের রুহুল আমিন মুন্সী , জাসাস’ এর আহবায়ক আব্দুল্লাহ আল ফেরদৌস তুহিন,সবুজ লাহারী, রনি সিকদার,সুজন বিশ্বাস,লিটন মালি,শিমুল ,রাজ্জাক সিকদার ,তানজিন নাহার,সিমু আক্তার প্রমুখ।