রংপুর সংবাদদাতা : হরতালের আগে রংপুরের পীরগাছায় প্রহরীদের বেঁধে রেখে ২শ ৫২ ফুট রেললাইন উপড়ে ফেলেছে জামায়াত-শিবিরকর্মীরা। ১৫ ডিসেম্বর রবিবার ভোরে ওই এলাকার পরিস্থিতি দেখতে গিয়ে একটি টহল ট্রেন সেখানে লাইনচ্যুত হয়। এতে রবিবার ভোর থেকেই লালমনিরহাট ও ঢাকার সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পীরগাছার স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, পীরগাছা স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে কুকড়া রেলসেতুর পাশে ওই নাশকতা ঘটানো হয়। সেখানে ৪ জন চৌকিদার পাহারায় ছিল। রাতে চৌকিদার হীরালাল রায় ও আবদুল জলিল পাহারায় ছিল। ওই দুই প্রহরী জানিয়েছেন, রাত ৩টার দিকে শতাধিক লোক এসে তাদের বেঁধে ফেলে। পরে তারা লাইন উপড়ে ফেলে চলে যায়। হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার কারণে প্রতিটি যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে একটি টহল ট্রেন পাঠিয়ে লাইন পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ। ভোর ৫টার দিকে টহলে যাওয়া ট্রেনটি ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত হয় বলে স্টেশন মাস্টার জানান। তিনি বলেন, সকাল ১০টা থেকে উদ্ধার ও লাইন মেরামত শুরু হয়েছে। কাজ শেষ হলে আবার ট্রেন চলাচল শুরু হবে।