নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শিশু ধর্ষণকারী বখাটে নওশাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সরকারি সম্পতিতে বসবাসকারী তার পরিবারকে উচ্ছেদের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার শহরের বাঁশবাড়ি এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেন। দুই দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়, সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহলার এক শিশু শিক্ষার্থী ২৩ নভেম্বর ধর্ষণের শিকার হয়। একই এলাকার তেল ব্যবসায়ী আব্দুল মান্নানের বখাটে ছেলে নওশাদ আলী (২২) ফুসলিয়ে ওই শিশুটিকে পার্শ্ববর্তী সৈয়দপুর বাইপাস সড়কের নির্জনস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকের বাসার বাইরে রেখে যায়। এ ঘটনায় ধর্ষণকারীর বিরুদ্ধে স্কুলছাত্রীর বাবা ওইদিনই থানায় মামলা করেন। একই দাবিতে এলাকাবাসী গত ১ ডিসেম্বর সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। উলেখ্য, ধর্ষণকারী নওশাদ ও তার দুই ভাইকে আটক করে কারাগারে পাঠিয়েছে।