হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে মনির হোসেন (৩২) নামে এক ভ‚য়া ডিবি পুলিশকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জনতা বাজারে ভ‚য়া ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন মামলার আসামীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে। অন্যথায় তাদের গ্রেফতার করা হবে বলেও হুমকি দেয়। এ সময় তার কথা-বার্তায় বাজারের কয়েকজন গন্যমান্য ব্যাক্তির সন্দেহ হলে তারা তৎক্ষনাত হোসেনপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃত মনির কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া গ্রামের প্রয়াত আরব আলীর ছেলে বলে জানাযায়।