জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, সমাজসেবা কর্মকর্তা এমরান খান, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহা, প্রকল্প কর্মকর্তা রফিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মকসুদুর রহমান মুন্সি, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, কনকচাঁপা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কেতকী রঞ্জন আচার্য্য প্রমুখ।
