ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া-কাউখালী-জিয়ানগর এ তিন উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসন গঠিত। ১০ম জাতীয় সংসদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোমবার ভান্ডারিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (পক্ষে যুগ্ম মহাসচিব মনিরুল হক জোমাদ্দার), আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও আওয়ামীলীগের উপ-সহসম্পাদক ইসহাক আলী খান পান্না, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট ফিরোজ আলম মনোনয়ন পত্র দাখিল করেন।
