ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১৮ দলের ডাকা ৭১ ঘন্টা সড়ক নৌ ও রেল পথ অবরোধ কর্মসূচীর তৃতীয় দিনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ দিদারুল হোসেন দিদার, শামীম কবির, খান আফজাল হোসেন, গাজী আ: হালিম, মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মনির হোসেন গোলদার, মোল্যা একরামুল হোসেন, শেখ ফরহাদ হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মাও: খলিলুরর রহমান, আহম্মাদ আলী ফকির, আবুল হোসেন সরদার, আবুল কাশেম মোল্যা, পরিতোষ কুমার বালা, আশিকুর রহমান, শাহিন শেখ, শফি খান, শেখ আ: গফ্ফার, মাও: আ: সালাম, ফরিদুল ইসলাম, শহীদ খান, গাজী আ: আজিজ, হায়দার খান, জাহাতাপ গাজী, কোবাদ শেখ, কল্যান বাড়ই, মোজাফ্াফর হোসেন, আলম মহালদার, মনিরুল সরদার, জামিনুর শেখ, সালাতুল শেখ, তাজ খান, সৌমিত বৈরাগী, পারভেজ গাজী, সোহাগ গোলদার, জুয়েল গাজী, অমিত হাসান, জিয়ারুল হোসেন, অবেদ, হুমায়ুন, আ: হাই, হাফেজ আ: রশিদ, আকবার আলী, মেহরাব হোসেন, আবু মুসা প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ খুলনা ২ আসনের এমপি নজরুল ইসলাম মঞ্জু, ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি সহ বিভিন্ন স্থানে ১৮ দলের নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে অবরোধ সমর্থনে একটি বিশাল মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে।