বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্দোলন করতে হলে মাঠে নামেন : খালেদাকে হাসিনা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৩:২৯ অপরাহ্ণ

PMশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, শুধুই ঘরে বসে আলটিমেটাম দিয়ে  জামায়াত-শিবিরকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করে সরকারের পতন ঘটানো যাবে না। আন্দোলন করতে হলে মাঠে নামেন। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের শুরুতেই দলের সভাপতি ওই মন্তব্য করেন। এসময় তিনি বিরোধী দল আন্দোলনের নামে শিশুদের সন্ত্রাসী হিসাবে গড়ে তুলছে বলেও অভিযোগ করেন।
বিরোধী দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গুজব ছড়িয়ে লাভ নেই। জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনকে প্রশ্ন ছুড়ে শেখ হাসিনা বলেন, তিনি সংবিধান প্রণেতা হয়েও সংবিধান ভঙ্গের কথা বলছেন। তিনি একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে কীভাবে বিশিষ্ট নাগরিক হন। তাহলে আমরা যারা রাজনীতি করি তারা কি অবশিষ্ট?
বিএনপি আন্দোলন-সংগ্রামের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করে তিনি বলেন, তারা এ নৈরাজ্যে ব্যবহার করছে কোমলমতি শিশুদের। তাদের  দিয়ে বোমা ফাটিয়ে সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে। তিনি তাদের ওই নৈরাজ্য বন্ধ করে গণতন্ত্রকে সমন্বিত রাখতে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে আসার আহ্বান জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!