গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : অতি দরিদ্রদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প( স্টেপ আপ) ফেডারেশন প্রতিনিধিদের সাথে উপজেলা পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা ২৬ নভেম্বর মঙ্গলবার উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম. সাঈদ-উজ-জামান(চন্দন)। প্রকল্পের বিভিন্ন বিষয় পরিচিত করেন প্রকল্পের ইউনিট ম্যানেজার জুয়েল লাকরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম ও কাউন্সিলর মুসলেউদ্দিন বাবু। উপজেলার জনপ্রতিনিধিরা ১৫ জন ফেডারেশন প্রতিনিধির সাথে মত বিনিময় করেন।