মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ইসলামী ব্যাংক নওগাঁর মহাদেবপুর শাখার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২২ নভেম্বর শুক্রবার ব্যাংক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও বগুড়া জোন প্রধান মো. মোশাররফ হোসাইন।
এভিপি ও মহাদবপুর শাখা প্রধান মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন, ব্যাংকের পতœীতলা শাখা প্রধান ময়েন উদ্দিন, মহাদেবপুর শাখার সেকেন্ড কর্মকর্তা আ. সামাদ, শিল্পপতি আলহাজ্ব আ. জব্বার মন্ডল, আ. রাজ্জাক, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ময়েনুদ্দিন, গ্রাহক সুরাইয়া বিলকিস, মোমেনা বেগম প্রমুখ। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের শতাধিক সদস্যকে এদিন বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয় বলে শাখা প্রধান আব্দুল খালেক জানান।