
মো. আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : সরকারী প্রতিষ্ঠান সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সংকল্প নিয়ে আগামী সংসদ নির্বাচনে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর ও ধর্মের নামে অধর্মের হোতা জঙ্গী সন্ত্রাসীদের রুখতে নৌকা প্রতীকে ভোট দিন। তিনি ২২ নভেম্বর শুক্রবার সকাল ১০টা দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
দেবিদ্বার সহকারি কমিশনার (ভূমি) কে এম আলমগীর কবিরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জয়নুল আবেদীন, সাধারন সম্পাদক কেএম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম সফিকুল আলম কামাল, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আ. ছামাদ, ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান আউয়াল, দেবিদ্বার থানা ভারপাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান, মুক্তিযোদ্বা আ. রশিদ প্রমূখ।
