চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা-৬ বিজিবি পৃথক অভিযান চালিয়ে একটি ভারতীয় স্থানীয় তৈরি রিভলবার, তিন রাউন্ড গুলি ও তিন হাজার ২৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিজিবি সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থান করে। আটককৃত মালের মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নূরুল হক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দামুড়হুদা উপজেলার নিমতলা বিওপি’র সদস্যরা গোপন সংবাদে নিমতলা হালদারপাড়ায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় স্থানীয় তৈরি ৯ এমএম রিভলবার, তিন রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া সোমবার সকাল সাড়ে ৫টায় জীবননগরের বাকার একটি ইটভাটার কাছ থেকে দুই হাজার বোতল ফেনসিডিল ও অন্যান্য কয়েকটি অভিযানে এক হাজার ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত এসব মালের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

