আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ নভেম্বর বুধবার দুপুরে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে ৩ শত টাকা করে জরিমানা করেছেন।
পুলিশ জানায়, জরিমানা প্রাপ্তরা হলো আদমদীঘির কুসুম্বী গ্রামের সখের আলীর পুত্র মনির হোসেন (২৬), আজিজার রহমানের পুত্র সাইদুল ইসলাম (৩২). কায়েব আলীর পুত্র আনোয়ার হোসেন (৩৫), আয়েন উদ্দীনের পুত্র রহিম উদ্দীন (২৫), মকবুল হোসেনের পুত্র জহুরুল ইসলাম (৩০) ও আকবর আলীর পুত্র মহসিন আলী (৩৩)। মঙ্গলবার বিকেলে কুসুম্বী গ্রামের একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পুলিশ এদের আটক করেন।
