শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে ২ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৬, ২০১৩ ১২:৪১ অপরাহ্ণ

Tangail_District_Map_Bangladesh-160গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলামের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান এমপি নব-নির্মিত কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুর রহমান, এলজিডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।
পরে সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাই, হাসনা হেনা, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল বারেক মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. তারা  মিঞা, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী, মো. আব্দুল কাদের তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সম্পাদক মো. রকিবুল হক ছানা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব প্রমুখ।
প্রসঙ্গত: মেসার্স সোহেল এন্ড কুন্ডু জেভি এন্টার প্রাইজ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৯৪ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা ত্রিতল কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ করছে।  ২০১৪ সালের ৩০ নভেম্বর নাগাদ ভবনটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানা যায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!