ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে আবু তালেব (৪০) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার ভোরে ওই গরু ব্যবসায়ী বিএসএফের হাতে ধরা পরে। তিনি হরিপুর উপজেলার রুহিয়া ধীরগঞ্জ গ্রামের সাইফুদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায় হরিপুর ডাবরি সীমান্তের ৩৬৬ পিলার এলাকার ভারতের ফুলবাড়ি ১২১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ওপারেই আবু তালেব বিএসএফের হাতে আটক হয়েছে।
