চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনা তদন্তকেন্দ্রের পুলিশ দুটি শক্তিশালি হাতবোমা, দুটি জর্দার কৌটা ও বেশ কিছু বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার বেলা ১২ টার দিকে দর্শনা-লোকনাথপুর সড়কের পাশের একটি ঝোড়ের ভেতর থেকে এসব উদ্ধার করে পুলিশ। নাশকতামূলক কাজের জন্য কেউ এখানে এসব লুকিয়ে রেখেছিল বলে পুলিশ জানায়।
দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দর্শনা-লোকনাথপুর সড়কের পাশে জনৈক লাল্টুর জমির পাশের একটি ঝোড়ে অভিযান চালায়। ওখান থেকে দুটি শক্তিশালি তাজা হাতবোমা, দুটি জর্দার কৌটা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। হাতবোমাদুটি নিস্ক্রিয় করার জন্য বালতির পানিতে রাখা হয়েছে। নাশকতামূলক কাজের জন্য ওখানে ওসব রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।