বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিরো ইন্ডিয়ান ওপেন জিতলেন সিদ্দিকুর

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ১:০২ অপরাহ্ণ

siddikurশ্যামলবাংলা স্পোর্টস : এবার হিরো ইন্ডিয়ান ওপেন জিতেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। এটি তার দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা।  ভারতের দিল্লি গলফ ক্লাবে ওই শিরোপা জেতার পথে রবিবার চতুর্থ রাউন্ডে সিদ্দিকুর বেশ স্নায়ুচাপে ভুগলেও শেষ দু’টি হোলে মাথা ঠাণ্ডা রেখে ইন্ডিয়ান ওপেনের সুবর্ণ জয়ন্তীতে খ্যাতনামা ভারতীয় গলফারদের হারিয়ে শিরোপা জিতে নেন বাংলাদেশের এই সেরা গলফার। আর প্রাইজমানি হিসেবে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ইউএস ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় এক কোটি ৮০ লাখ। এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে উঠে এসেছেন ৩ নম্বর অবস্থানে।
তৃতীয় রাউন্ড শেষে ৪ শট এগিয়ে থেকে (-১৭) শীর্ষে ছিলেন সিদ্দিকুর। রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে দ্বিতীয় ও পঞ্চম হোলে বার্ডি করেন তিনি। কিন্তু ষষ্ঠ হোলে এসে যেন খেই হারিয়ে ফেলেন আক্রমণত্মক খেলতে থাকা সিদ্দিকুর। প্রথম শট ঝোপে গিয়ে পড়লে শেষ পর্যন্ত বোগি (পারের চেয়ে একটি শট বেশি খেলা) নিয়ে ওই হোলের খেলা শেষ করতে হয় তাকে। টানা ৩ টি বোগির পর ফিরে আসেন সিদ্দিকুর। ১৩ ও ১৪ নম্বর হোলে পান ‘বার্ডি’। কিন্তু এরপর শিরোপা জয়ের পথটা কঠিন করে ফেলেন তিনি। এ সময় তাকে ছুঁয়ে ফেলে ৩ জন গলফার।  তবে ১৭তম হোলে অবিশ্বাস্য এক ‘বার্ডি’ করে আবার এক শট এগিয়ে যান সিদ্দিকুর। ১৮তম বা শেষ হোলে মাথা ঠান্ডা রেখে ১৪ আন্ডার পার (টুর্নামেন্টের মোট পারের চেয়ে ১৪ শট কম খেলা ) নিয়ে শিরোপা জেতেন তিনি।
এর আগে ২০১০ সালের অগাস্টে ব্রুনাই ওপেন জিতেছিলেন সিদ্দিকুর। সেটিই বাংলাদেশি কোন গলফারের প্রথম এশিয়ান ট্যুর শিরোপা জয়।
ইন্ডিয়ান ওপেন জয় করে সিদ্দিকুর তার প্রতিক্রিয়ায় বলেন, এখানে জিততে পেরে আমি খুব খুশি। ব্রুনাইয়ে জেতার পর মাঝে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে এই সপ্তাহ জুড়ে এখানে বেশ ভালো খেলেছি। কিছু খারাপ শট খেলেছি, তবে দিন শেষে জিততে পেরে আনন্দিত।
এদিকে, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ গলফে খেলতে যাচ্ছেন সিদ্দিকুর। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২১ থেকে ২৪ নভেম্বর ওই প্রতিযোগিতা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!