মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান বিষয়ক কর্মসূচির উপর প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকুলী, এনডিসি হুমায়ূন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শাশাংক কুমার মন্ডল, জেলা সমাজ সেবার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
