ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রণজিত কুমার সরদার (৬৫) বুধবার গভীর রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, গলা ও চোখের সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, তিনি গত ৮ নভেম্বর চিকিৎসার্থে ভারতে যান। সেখানে বুধবার গভীর রাতে তার বুকের ভিতর ব্যাথা শুরু হলে স্বজনেরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে যান।
পারিবারিক শশ্মানে দাফনের প্রস্তুতি চলছে। কর্মজীবনে তিনি সামাজিক সংগঠনের পাশাপাশি আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন।
