মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিলাহ মতু, গনপূর্ত বিভাগের উপ-প্রকৌশলী আহসান উলাহ, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক উল আলম, দৈনিক মেহেরপুরের সম্পাদক রশিদ হাসান খান আলো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আসকার আলী, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামূল আযীম, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেলক হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয়।