এম লুৎফর রহমান নরসিংদী প্রতিনিধি : দৈনিক ইনকিলাবের স¤পাদক জনাব এএমএম বাহাউদ্দিনের বাসায় পুলিশী তলাশীর প্রতিবাদে সোমবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ইসলামী আন্দোলন আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেহের উদ্দিন চেয়ারম্যান। বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল বারী, আব্দুল ওয়াহাব মোলা, মাস্টার বজলুল হক ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বক্তাগন বলেন, ইনকিলাব দেশ, ইসলাম ও জনগনের পক্ষে কথা বলে বলেই ইনকিলাব সম্পাদকের বাড়ীতে পুলিশ ন্যাক্কার জনকভাবে তলাশী চালিয়েছে। ইনকিলাবের বিরুদ্ধে সরকারী ষড়যন্ত্র বন্ধ না হলে তৌহীদি জনতাসহ সকলস্তরের মানুষ এর জবাব দিতে প্রস্তুত রয়েছে।