ঝালকাঠি সংবাদদাতা : নানা আয়োজনে ঝালকাঠির কাঠালিয়ায় মোহনা টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিক মো. কাজল সিকদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মাদ আমির উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফাতেমা খানম, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাফর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন,এস আই আব্দুল সালাম মোহনা টেলিভিশনের কাঠালিয়া প্রতিনিধি মো. মাছুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।