পাবনা প্রতিনিধি : সাঁথিয়ায় মহানবী (সঃ)কে কুটুক্তি ও ব্যঙ্গচিত্র লিফলেটের ফটোকপি সরবরাহের অভিযোগে দোকানের মালিক আমিমুল এহসান (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর শনিবার তাকে গ্রেফতার করা হয়। সে সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের ইমদাদ আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, শনিবার সকালে আতাইকুলা থানার এস,আই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বনগ্রাম বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রংধনু ফটোষ্ট্যাট থেকে তাকে গ্রেপ্তার করে।
তদন্তকারী কর্মকর্তা জানান, ২ নভেম্বর বনগ্রাম বাজারে রাসুল (স.)কে কটুক্তি ও ব্যঙ্গচিত্র ফটোকপি করে সরবরাহর কারনে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২এর ৮(৩) ৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমিমুল জামায়াতের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় পৃথক ৩ মামলায় মোট ১০জন গ্রেপ্তার হলো।
