মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাঙ্গীছড়া গ্রামে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের ছুঁড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। এসময় ১ ডাকাত সদস্যও আহত হয়। গুরুতর আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩-১৪ জনের ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোনসেট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। রাজনগর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টায় জাঙ্গালী গ্রামের আব্দুল খালিক মিয়ার বাড়িতে।
পুলিশ ও আব্দুল খালিক মিয়ার পারিবারিক সূত্রে জানা য়ায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাঙ্গিছড়া গ্রামের আব্দুল খালিক মিয়ার বাড়ি বুধবার রাতে ১৩-১৪ জনের একদল হানা দেয়। ডাকাতদল ঘরের গ্রীলকেটে ঘরে প্রবেশ করে প্রথমে আব্দুল খালিক ও তার ছেলে আব্দুল মালিকের ঘরে প্রবেশ করে মারধর করে। এ সময় আব্দুল খালিক ও তার স্ত্রী আফসারুন বেগম চিৎকার দিলে আব্দুস সালিক (৩০) বেরিয়ে এসে ঘরের বারান্দায় থাকা ১ ডাকাতকে আঘাত করলে সে আহত হয়। পরে ডাকাতদল তাকে ধারালো অস্ত্র ও গুলি করে গুরুতর আহত করে। পরে ঘর থেকে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোনসেট ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতদল আরো ২ রাউন্ড গুলি ছুড়ে। ডাকাতদলের অস্ত্রের আঘাতে আহতরা হলেন, আব্দুল খালিক (৬৫), আফসারুন বেগম (৫০), আব্দুল মালিক (৩৫), আব্দুস সালিক (৩০) ও মুহিত মিয়া (১৮)। গুরুতর আহত আব্দুস সালেক পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল পরির্দশনকারী রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ডাকাতরা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করেছে। ডাকাতের ছুঁড়া গুলিতে কয়েকজন আহত হয়েছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে
রাজনগরে দূর্ধর্ষ ডাকাতি আহত- ৬
নগদ ৪ লাখ টাকাসহ ১৫ ভরি স্বর্ণালংকার লুট
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাঙ্গীছড়া গ্রামে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের ছুঁড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। এসময় ১ ডাকাত সদস্যও আহত হয়। গুরুতর আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩-১৪ জনের ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোনসেট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। রাজনগর থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টায় জাঙ্গালী গ্রামের আব্দুল খালিক মিয়ার বাড়িতে।
পুলিশ ও আব্দুল খালিক মিয়ার পারিবারিক সূত্রে জানা য়ায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাঙ্গিছড়া গ্রামের আব্দুল খালিক মিয়ার বাড়ি বুধবার রাতে ১৩-১৪ জনের একদল হানা দেয়। ডাকাতদল ঘরের গ্রীলকেটে ঘরে প্রবেশ করে প্রথমে আব্দুল খালিক ও তার ছেলে আব্দুল মালিকের ঘরে প্রবেশ করে মারধর করে। এ সময় আব্দুল খালিক ও তার স্ত্রী আফসারুন বেগম চিৎকার দিলে আব্দুস সালিক (৩০) বেরিয়ে এসে ঘরের বারান্দায় থাকা ১ ডাকাতকে আঘাত করলে সে আহত হয়। পরে ডাকাতদল তাকে ধারালো অস্ত্র ও গুলি করে গুরুতর আহত করে। পরে ঘর থেকে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোনসেট ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতদল আরো ২ রাউন্ড গুলি ছুড়ে। ডাকাতদলের অস্ত্রের আঘাতে আহতরা হলেন, আব্দুল খালিক (৬৫), আফসারুন বেগম (৫০), আব্দুল মালিক (৩৫), আব্দুস সালিক (৩০) ও মুহিত মিয়া (১৮)। গুরুতর আহত আব্দুস সালেক পারভেজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল পরির্দশনকারী রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ডাকাতরা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করেছে। ডাকাতের ছুঁড়া গুলিতে কয়েকজন আহত হয়েছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে