রাউজান প্রতিনিধি : রাউজানের নোয়াপাড়াস্থ মোকামী পাড়ায় স্থানীয় গাউছিয়া কমিটির উদ্যোগে আজ শুক্রবার বিকালে পবিত্র শোহদায়ে কারবাল ও আওলাদে রাসুল, আলামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) বার্ষিক ওরশ উপলক্ষে এক আজিমুশ্শান মিলাদ মাহফিল বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে স্থানীয় কায়েম শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন, মাওলানা আ.ন.ম. আহমদ রেযা আল-কাদেরী। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিন। প্রধান বক্তা থাকবেন মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী। সভাপতিত্ব করবেন আলহাজ্ব কাজী শামসুল আলম। এতে সকল ধর্মপ্রাণ মুসলিম জনতার উপস্থিতি কামনা করেছেন আয়োক কমিটি।