পীরগঞ্জ(ঠাকুরগাও) সংবাদদাতা : জেলার পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে কুখ্যাত ২ গরু চোর। এদিকে চোরে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ১ যুবক।
জানা যায় মঙ্গলবার দিবগত রাত দেড়টার দিকে উপজেলার বনডাঙ্গা গ্রামের মহৎরামের পুত্র ডকলা রামের গোয়াল ঘরে ঢুকে তার গরু চুরি করার প্রাক্কালে গৃহকর্তার পুত্র খোকা রাম ১ চোরকে জাপটে ধররে সংঘবদ্ধ চোরেরদল তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন গিয়ে ৭ নং হাজীপুর ইউনয়নের একান্নপুর গ্রামের কুথ্যাত চোর আইন উদ্দিনকে আটক করে। এ সময় সহযোগী চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সকালে স্থানীয় জনগণ আরেক চোর একান্নপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র আলাউদ্দিন(৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক চোরদ্বয়কে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। গনধোলাইয়ে আহত চোর আইন উদ্দিনকে ঠাকুরগাও হাসপাতালে পুলিশের তত্বাবধানে ও চোরের ছুরিকাঘাতে আহত খোকা রামকে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পলাতক ২ চোর সহ ৪ চোরের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় শ্রী ডকলারাম বাদী হয়ে দ:বি: ৩৮২ ধারায় মামলা করেছে। মামলা নং ৫ তারিখ ৬.১১.১৩ ইং।