আমিনুল ইসলাম রিয়াজ, পিরোজপুর : পিরোজপুরে হরতাল এলেই চলে রাস্তার গাছ নিধনের মহোৎসব। জেলার পিরোজপুর-নাজিরপুর সড়ক, পিরোজপুর-শ্রীরামকাঠী, জিয়ানগর-বালিপাড়া সড়কসহ ছোট বড় সব ধরনের সড়কেই হরতাল শুরু হলেই হরতাল সমর্থকরা মেহেগনি, চম্বল, শিশু কাঠ, রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষুধি গাছ কেটে সড়কগুলো অবরোধ করে রাখে। হরতাল যেন কাল হয়ে দাড়িয়েছে এ গাছগুলোর। ১৮ দলের ডাকা ২৭ থেকে ২৯ অক্টোবরের ৬০ ঘন্টার হরতালের ভয়াবহ চিত্র পাল্টে দিয়েছে ওই সড়কগুলোর। হরতালের নামে সড়ক অবরোধ করতে নির্বিচারে জামায়াত-বিএনপির সমর্থকরা গাছ কেটে ফেলে দেয় ওইসব সড়কে।
জানা যায়, ২৭-২৯ অক্টোবরের ৬০ ঘন্টার হরতালে জিয়ানগর উপজেলার কালিবাড়ি, বৌডুবি, লাউরি, কালাইয়া, ইন্দুরকানি-পত্তাশী সড়ক, জিয়ানগর-বালিপাড়া সড়ক, চরবলেশ্বর-জোমাদ্দারহাট সড়ক,ভবানিপুর-সাঈদখালি সড়ক ও বালিপাড়া-পথেরহাট সড়কের ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রায় দু’শতাধিক গাছ কেটে ফেলে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। হরতাল ছাড়াও বিভিন্ন এলাকায় রাতে পুলিশের গাড়ি ঢোকার খবর পেলে তারা গাছ কেটে সড়ক অবরোধ করার চেষ্টা করছে।
এদিকে রাস্তায় ফেলে রাখা গাছগুলো ক’দিন ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়া প্রশাসন নেওয়ার আগেই স্থানীয় অনেকেই কাটা গাছগুলো নিয়ে গেছে যে যার মত করে।
এর আগে ২৮ ফেব্রুয়ারী যুদ্ধাপরাধ মামলায় সাঈদীর ফাসির রায় ঘোষনার পর থেকে কয়েকটি হরতালে এভাবেই জেলায় প্রায় কয়েক হাজার গাছ কেটে সড়ক অবরোধ করে রাষ্ট্রীয় সম্পদহানি করছে হরতালকারীরা।