চুয়াডাঙ্গা সংবাদদাতা : প্ল্যান অনুর্ধ্ব ১৫ বালিকা ফুটবল প্রতিযোগিতার ভৈরব অঞ্চলের ফাইনাল খেলা ৩ নভেম্বর রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে।
খেলার শুরুর ৩ মিনিটের সময় যশোর অনুর্ধ্ব ১৫ জেলা দলের খেলোয়াড় লাবনীর দেওয়া গোলে ১-০ গোলে এগিয়ে যায় যশোর জেলাদল। যশোর জেলাদল প্রথময়ার্ধ শেষ করে ১-০ গোলে। দ্বিতীয়য়ার্ধের খেলার ২২ মিনিটের সময় যশোর জেলা দলের খেলোয়াড় অনন্যার গোলে ২-০ এগিয়ে যায় যশোর জেলাদল। খেলার বাকী সময়ে কোন দল গোল না করায় যশোর জেলা দল ২-০তে জয়ী হয়ে প্ল্যান অনুর্ধ্ব ১৫ বালিকা ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, প্রাক্তন খেলোয়াড় আব্দুস সালাম, মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর আলী কদর জোয়ার্দ্দার ও মহিলা কাউন্সিলর কাকলী খাতুন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করে আলী হোসেন সহকারী রেফারী ছিলেন জসিম উদ্দিন সাগর ও রবিউল ইসলাম।